ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ছবিতে প্রিন্স ফিলিপের বর্ণিল জীবন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২১
ছবিতে প্রিন্স ফিলিপের বর্ণিল জীবন প্রিন্স ফিলিপ ১৯২১ সালের ১০ জুন গ্রিক আইল্যান্ডের কর্ফুতে জন্মগ্রহণ করেন/ছবি: সংগৃহীত

প্রিন্স ফিলিপ ১৯২১ সালের ১০ জুন গ্রিক আইল্যান্ডের কর্ফুতে জন্মগ্রহণ করেন। তিনি তার বাবা প্রিন্স অ্যান্ড্রু ও মা প্রিন্সেস অ্যালিসের একমাত্র পুত্র সন্তান।

প্রিন্স তার শিক্ষাজীবন শুরু করেন ফ্রান্সে। স্কুলমেটদের সঙ্গে প্রিন্স ফিলিপ (বামদিক থেকে দ্বিতীয়)।

পরে তিনি গর্ডনস্টন বোর্ডিং স্কুলে ভর্তি হন। সেখানে তিনি খেলাধুলায় দক্ষতা অর্জন করেন।

১৯৪৭ সালের জুলাইয়ে প্রিন্সেস এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের বাগদানের খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়।

সে বছরের ২০ নভেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ছবিটি ১৯৫১ সালের। ওয়াটার স্কিয়িং শেষে সৈকতে লাফ দেওয়ার মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়।

প্রিন্স ফিলিপ ছিলেন ব্রিটেনের শীর্ষ পোলো খেলোয়াড়দের একজন।

ক্রিকেটও খেলতেন প্রিন্স ফিলিপ।

ছবিটি তোলা হয়েছে ২০১৭ সালের ২৩ মে। বাকিংহাম প্যালেসে রানির সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নেন প্রিন্স ফিলিপ।

পরিবারের সদস্যদের সঙ্গে।

৯৯ বছর বয়সে থেমে গেছে বর্ণিল জীবনের অধিকারী এ যুবরাজের জীবনের চাকা।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।