হেলমান্দ প্রদেশের নাহর সিরাজ জেলার একটি নিরাপত্তা ঘাঁটিতে তালেবানদের সাম্প্রতিক হামলায় কমপক্ষে ২০ জন আফগান কর্মী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
খামা প্রেস সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, তালেবানরা রোববার রাতে হেলমান্দ প্রদেশের নাহর সিরাজ জেলার একটি আফগান নিরাপত্তা ঘাঁটিতে হামলা চালায়।
প্রাদেশিক পুলিশ নিশ্চিত করেছে, সংঘর্ষটি ঘটেছে, তবে হামলা এবং হতাহতের বিষয়ে আরও বিশদ বিবরণ দিতে অস্বীকার করেছে।
তালেবানের একজন মুখপাত্র ইউসুফ আহমাদি এই হামলার দায় স্বীকার করেছেন।
এদিকে, গত মাসে মস্কোতে তালেবান মধ্যস্থতাকারী সুহাইল শাহীন বলেছিলেন, দোহায় শান্তি আলোচনা ত্বরান্বিত করা উচিত। ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তালেবান আন্দোলন কাতারের দোহায় একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে, যাতে ধীরে ধীরে মার্কিন সৈন্য প্রত্যাহারের পাশাপাশি আন্তঃআফগান আলোচনা এবং বন্দী বিনিময় শুরু করার কথা বলা হয়। সূত্র: এএনআই
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২১
নিউজ ডেস্ক