ক্যারিবিয়ানের দ্বীপরাষ্ট্র সেন্ট ভিনসেন্টে ৪২ বছর পর ফের ভয়ংকরভাবে জেগে উঠেছে আগ্নেয়গিরি। আকাশে অনেক দূর পর্যন্ত উঠে যায় ধোঁয়া।
শুক্রবার (৯ এপ্রিল) রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ আগ্নেয়গিরির বিষয়ে জানানো হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ এপ্রিল) জাগ্রত এ আগ্নেয়গিরির প্রভাবে কালো ধোঁয়ায় অন্ধকার নেমে এসেছে আশপাশের এলাকায়। এরপর দ্বীপের প্রধানমন্ত্রী র্যাল্ফ গনসাল্ভস তথাকথিত ‘রেডজোন’ থেকে ১৬ হাজারেরও বেশি বাসিন্দাকে জরুরিভাবে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এর আগে সর্বশেষ ১৯৭৯ সালে সেন্ট ভিনসেন্টে আগ্নেয়গিরি বিস্ফোরণ হয়। তারও অনেক আগে ১৯০২ সালে এক আগ্নেয়গিরি বিস্ফোরণে এখানে এক হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।
বাংলাদেশ সময়: ০৬৪৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
ওএইচ/