ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে মানুষের গায়ে আগুন দেওয়ায় সাত পুলিশ বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
পাকিস্তানে মানুষের গায়ে আগুন দেওয়ায় সাত পুলিশ বরখাস্ত

পাকিস্তানে এক ব্যক্তির গায়ে আগুন দেওয়ার অভিযোগে পুলিশের সাত সদস্যকে বরখাস্ত করা হয়েছে। জানা গেছে, এ ঘটনায় দগ্ধ ব্যক্তি পরে হাসপাতালে মারা যান।

এমনকি অভিযুক্তদের ব্যাপারে পাকিস্তানের দণ্ডবিধির ৩০২ ধারার বদলে ৩২২ ধারায় মামলা করা হয়েছিল।  

জানা গেছে, নিহতের বাবা তাহির তানভীরের অভিযোগের ভিত্তিতে পুলিশের বিরুদ্ধে ওই পদক্ষেপ নেওয়া হয়। ভাইওয়ালা গ্রামের বাসিন্দা তানভীর।

তাহির তানভীরের অভিযোগ, গত ৬ ফেব্রুয়ারি ভাইওয়ালা পোস্টে কয়েকজন পুলিশ তার ছেলে শান হায়দারকে নির্যাতন করে এবং গায়ে আগুন ধরিয়ে দেয়। এতে করে তার ছেলের শরীরের ৬৫ শতাংশ পুড়ে যায়।

দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই ২১ মার্চ তার মৃত্যু হয়।  

তাহির তানভীরের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অভিযুক্ত পুলিশদের অপকর্মের সত্যতা পাওয়া যায়। এরপরই তাদের বরখাস্ত করা হয়। সূত্র: ডন নিউজ

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।