ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

ব্রাজিলে করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
ব্রাজিলে করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়ালো ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসে বিপর্যস্ত ব্রাজিল। দেশটিতে এ মহামারিতে মৃত্যু ছাড়িয়েছে ৪ লাখ।

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৪ জনের মৃত্যু দেখেছে লাতিন আমেরিকার এ দেশ। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ালো ৪ লাখ ১ হাজার ৪১৭ জনে। এ মহামারিতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপরই রয়েছে ব্রাজিল।

জন হপকিন্স ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ডওমিটার এসব তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনপিআর-এর এক প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে করোনায় ব্রাজিলে যত মৃত্যু হয়েছে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত তার চেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনকভাবে দেশটিতে বেড়েছে মৃত্যু। শেষ পাঁচ সপ্তাহেই দেশটিতে মারা গেছে লাখেরও বেশি মানুষ।

দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৭০ হাজার মানুষ। এ নিয়ে মোট আক্রান্ত মানুষের সংখ্যা ১ কোটি ৪৫ লাখ ৯২ হাজার ৮৮৬ জন। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৩২ লাখের মতো মানুষ।

২০১৯ সালের শেষদিকে চীনের উহান থেকে ভাইরাসটি ছড়িয়ে যায় বিশ্বজুড়ে। এরপর এ পর্যন্ত এ ভাইরাসে ৩১ লাখ ৮২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।