ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত ইরাকের নুজাবা মুভমেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, মে ১৭, ২০২১
ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত ইরাকের নুজাবা মুভমেন্ট

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির কথা জানিয়েছে ইরাকের নুজাবা মুভমেন্ট।  

সংগঠনের মুখপাত্র নাসর আশ-শাম্মারি বলেছেন, তারা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন।

 

ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নুজাবা মুভমেন্টের।

নাসর আশ-শাম্মরি আরও বলেছেন, ইরাকের জনগণ বিশেষ করে প্রতিরোধ সংগ্রামীরা ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত।  

তিনি জানান, ফিলিস্তিনিরা কাসেম সোলাইমানি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে।  

দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের গড়ে তোলা প্রতিরোধের প্রশংসা করে তিনি বলেন, আরব দেশগুলোর যে শাসকরা ইসরায়েলের সঙ্গে আপস করেছেন তাদের প্রতি আমাদের ঘৃণা। ইসরায়েলের সঙ্গে তারাও সমানভাবে অপরাধী।  

গত আট দিন ধরে গাজায় নির্মম হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ৫৮ শিশুসহ এ পর্যন্ত ফিলিস্তিনের ২০০ মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে ১৩শর বেশি। এ নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় উঠলেও ইসরায়েল হামলা চালু রাখার ঘোষণা দিয়েছে। সূত্র: পার্স টুডে

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, মে ১৭, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।