ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গণমাধ্যম ভবনে হামলা

ইসরায়েলের কাছে কারণ জানতে চাইলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, মে ১৭, ২০২১
ইসরায়েলের কাছে কারণ জানতে চাইলো যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের গাজায় অবস্থিত আন্তর্জাতিক গণমাধ্যম ভবন বিমান হামলায় গুঁড়িয়ে দেওয়া নিয়ে ইসরায়েলের কাছে বিস্তারিত ও ‘ন্যায়সঙ্গত’ কারণ জানতে চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সোমবার (১৭ মে) এক প্রেস কনফারেন্সে এমনটিই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন।

খবর এএফপির।

তিনি জানান, মিডিয়া ভবন গুঁড়িয়ে দেওয়া বিষয়ে ইসরায়েল কর্তৃপক্ষের শেয়ার করা কোনো তথ্য এখনো আমি দেখিনি। তাই এর বৈধতা নিয়ে কোনো মন্তব্য করতে পারছি না। আত্মরক্ষার সময় বেসামরিক লোকদের রক্ষা করার পাশাপাশি সাংবাদিকদের রক্ষার বিশেষ দায়িত্বও রয়েছে ইসরায়েলের।

গত শনিবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবস্থিত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার কার্যালয়ে বিমান হামলা চালিয়ে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয় ইসরায়েল। ওই ভবনে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) কার্যালয়ও ছিল।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, মে ১৭, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।