ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। স্থানীয় সময় বুধবার (১৯ মে) ভোর সাড়ে ৫টা ৪২ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।
নেপালের জাতীয় ভূ-তাত্ত্বিক কেন্দ্র থেকে জানানো হয়েছে, নেপালের রাজধানী কাঠমান্ডুর ১১৩ কিলোমিটার পশ্চিম এবং উত্তর-পশ্চিমে ১১১ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।
জাতীয় ভূ-তাত্ত্বিক কেন্দ্রের বিশেষজ্ঞ লোকবিজয় অধিকারী বলেন, বুধবার ভোর ৫টা ৪২মিনিটে লামজুং জেলার ভুলভুলেতে ভূমিকম্পের উপকেন্দ্র ছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৮।
অপরদিকে দ্য ইকোনোমিক টাইমস, ইন্ডিয়া ডট কম, ইন্ডিয়া টিভি ডট কম জানিয়েছে, নেপালের ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মে ১৯, ২০২১
এএটি