ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমিকম্পে কাঁপলো নেপাল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, মে ১৯, ২০২১
ভূমিকম্পে কাঁপলো নেপাল

ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। স্থানীয় সময় বুধবার (১৯ মে) ভোর সাড়ে ৫টা ৪২ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৮। ফলে দেশটিতে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি।
নেপালের জাতীয় ভূ-তাত্ত্বিক কেন্দ্র থেকে জানানো হয়েছে, নেপালের রাজধানী কাঠমান্ডুর ১১৩ কিলোমিটার পশ্চিম এবং উত্তর-পশ্চিমে ১১১ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।
জাতীয় ভূ-তাত্ত্বিক কেন্দ্রের বিশেষজ্ঞ লোকবিজয় অধিকারী বলেন, বুধবার ভোর ৫টা ৪২মিনিটে লামজুং জেলার ভুলভুলেতে ভূমিকম্পের উপকেন্দ্র ছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৮।
অপরদিকে দ্য ইকোনোমিক টাইমস, ইন্ডিয়া ডট কম, ইন্ডিয়া টিভি ডট কম জানিয়েছে, নেপালের ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মে ১৯, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।