ভয়াবহ পানি সংকটে পড়েছে পাকিস্তানের সিন্ধু প্রদেশ। গত ৬০ বছরের মধ্যে প্রদেশটি এমন খারাপ অবস্থায় পড়েনি।
হিন্দুস্থান টাইমস জানিয়েছে, গুদ্দু ব্যারেজের প্রধান প্রকৌশলী দেশটির কৃষকদের উদ্দেশে বলেছেন, পানি সংকটের কারণে আসন্ন মে-জুন মাসে ধানের চাষবাদ সম্ভব হবে না। পানি পাওয়া যাবে কি না তা না জেনে তিনি কৃষকদের বীজ বপন না করার আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি ইন্ডাস রিভার সিস্টেমস অথরিটি (আইরএস এ) দেশটির পাঞ্জাব ও সিন্ধুর জন্য ৩২ শতাংশ পানি হ্রাসের সিদ্ধান্ত কার্যকর করেছে।
এর আগে পাকিস্তানের সিন্ধু প্রদেশের কৃষক এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) শ্রমিকরা সিন্ধু-পাঞ্জাব সীমান্তে বিক্ষোভের হুমকি দেয়। এভাবে পানি অপসারণকে তারা চুরির আখ্যা দেয়। প্রদেশের জলসীমা চুরি বন্ধের আহ্বানও জানিয়েছেন তারা।
কর্মকর্তারা বলেছেন, সিন্ধুতে যে পানি সংকট আছে, তা তারা জানেন। পানির অভাব থাকার কারণেই সিন্ধুর পানি সরবরাহ কিছু দিন কমাতে হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জুন ০৩, ২০২১
নিউজ ডেস্ক