ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জেনিন শহরে ইসরায়েলি হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, জুন ১১, ২০২১
জেনিন শহরে ইসরায়েলি হামলা, নিহত ৩

ঢাকা: অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে দুইজন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং একজন ইসলামি জিহাদ আন্দোলনের সদস্য।

ইরানের প্রেস টিভি জানিয়েছে, ভোর রাতে ইহুদিবাদী সেনারা জেনিন শহরে অভিযান চালায়। এ সময় ফিলিস্তিনিদের ওপর ধরপাকড় শুরু করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

ইসরায়েলের সামরিক বাহিনীও বলেছে, তাদের সেনারা জেনিন শহরে গ্রেফতার অভিযান পরিচালন করে। এসময় ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের সামরিক গোয়েন্দা সংস্থার সদর দপ্তরের সামনে ইহুদিবাদী সেনা এবং ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি শুরু হয়। সংঘর্ষে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ইসলামি জিহাদ আন্দোলনের এক সদস্য ও সাবেক কারাবন্দি জামিল আল-আমুরি শহীদ হন। এছাড়া, ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনিকে আটক করে। তাদের দাবি, শহীদ জামিল আল আমুরি এবং গ্রেফতারকৃত ব্যক্তি দু'জনকেই তারা খুঁজছিল।

এসব হত্যাকাণ্ডের প্রতিবাদে ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন জেনিন শহরে সাধারণ ধর্মঘট ডেকেছে। ফিলিস্তিনি নাগরিকদের হত্যার খবর শুনে হাজার হাজার শোকার্ত মানুষ জেনিন শহরের রাস্তায় নেমে আসেন এবং তারা শোক র‍্যালিতে যোগ দেন।

বাংলাদেশ সময়: ০৮১৬ ঘণ্টা, জুন ১১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।