ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অলিম্পিক ঘিরে চীনকে চাপ দেওয়ার সুযোগ এসেছে: কানাডা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জুন ১১, ২০২১
অলিম্পিক ঘিরে চীনকে চাপ দেওয়ার সুযোগ এসেছে: কানাডা

বিশ্বজুড়ে মানবাধিকার সংস্থাগুলো বলছে, ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন করেই যাচ্ছে চীন। উইগুর এবং জাতিগত সংখ্যালঘুদের ওপর চীনের নিপীড়ন এখন আর গোপন কিছু নয়।

এ নিয়ে ব্যাপক সমালোচনা এবং চাপের মুখে আছে দেশটি।  

তারপরও চীন সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আসছে।  

মার্কিন সিনেটসহ বিভিন্ন দেশের পক্ষ থেকে চীনের অলিম্পিক বয়কটের আহ্বান জানানো হয়েছে।  

একই ইস্যু নিয়ে কথা বলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, ২০২২ সালের শীতকালীন অলিম্পিক ঘিরে মানবাধিকার নিয়ে চীনের ওপর চাপ প্রয়োগের একটি সুযোগ এসেছে।  

ট্রুডো বলেন, ঐক্যবদ্ধ ফ্রন্টের মুখোমুখি হলেই কেবল চীন তার আচরণ পরিবর্তন করবে। তিনি আগামী সপ্তাহে গ্রুপ অব সেভেন নেতাদের শীর্ষ সম্মেলনে বিষয়টি উত্থাপন করবেন বলে জানান।

দুই বছরেরও বেশি সময় ধরে চীনের সাথে একটি বড় কূটনৈতিক ও বাণিজ্য বিরোধে আবদ্ধ কানাডা।  

কানাডার পার্লামেন্ট ফেব্রুয়ারিতে একটি প্রস্তাব পাস করে বলেছে, জিনজিয়াং অঞ্চলে উইগুরদের প্রতি চীনের আচরণ ‘গণহত্যা’।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জুন ১১, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।