অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা আবারও হামলা চালিয়েছে। এই হামলায় ১৫ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে।
শুক্রবার ইসরায়েলের দখলদারিত্ব ও বর্বতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করতে গেলে ইসরায়েলি সেনারা গুলি চালায়। পশ্চিম তীরের নাবলুস শহরের বেইতা এলাকায় গুলিতে নিহত হয় ওই কিশোর।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ১৫ বছর বয়সী ওই কিশোরের নাম মুহাম্মাদ সাঈদ হামায়েল।
অন্যদিকে ফিলস্তিনের বার্তা সংস্থা ‘ওয়াফা’ জানায়, ইসরায়েলের হামলায় অন্তত ৯৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। সূত্র: পার্সটুডে
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুন ১২, ২০২১
নিউজ ডেস্ক