ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মহামারির মধ্যেই নেপালী শ্রমিকরা কাজের সন্ধানে ভারতে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জুন ১২, ২০২১
মহামারির মধ্যেই নেপালী শ্রমিকরা কাজের সন্ধানে ভারতে

চলমান করোনা মহামারির মধ্যেই কাজের সন্ধানে নেপালী অভিবাসী শ্রমিকরা ভারত ফিরতে শুরু করেছে। ভারতে করোনা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি।

অন্যদিকে নেপালেও চলছে করোনার দ্বিতীয় ঢেউ।  

জানা গেছে, ত্রিনগর-গৌরীফান্টা সীমান্ত বিন্দু দিয়ে দেশটির অভিবাসী শ্রমিকদের চলাচল বন্ধ হয়নি।

ত্রিনগরের সশস্ত্র পুলিশ বাহিনী চেক পোস্টের তথ্য উদ্ধৃত করে কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, জেলা কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও প্রতিদিন অসংখ্য নেপালী অভিবাসী শ্রমিক সীমান্ত অতিক্রম করে।

চেক পোস্টের তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় ২০০ থেকে ৪০০ নেপালী অভিবাসী শ্রমিক সীমান্ত পয়েন্ট অতিক্রম করে ভারতে প্রবেশ করছে। করোনা মহামারি শুরু হলে এই শ্রমিকরা ভারত থেকে নেপালে ফিরে গিয়েছিলেন।  

কাঠমান্ডু পোস্ট অনুসারে, ২৯ এপ্রিল থেকে ২৭ হাজারের বেশি অভিবাসী শ্রমিক নেপালে ফিরে যান। তাদের মধ্যে ভারতে ফিরেছেন ৯ হাজারেরও বেশি।  

ভারতে ফেরা এক শ্রমিক বলেন, গ্রামে কোনও চাকরি নেই। মহামারির কারণে থেমে থাকলে আমরা খাব কী? 

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুন ১২, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।