ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা বিধি ভেঙে জরিমানা গুনলেন বলসোনারো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জুন ১৩, ২০২১
করোনা বিধি ভেঙে জরিমানা গুনলেন বলসোনারো

করোনার বিধিনিষেধ লঙ্ঘনের দায়ে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে জরিমানা করা হয়েছে। ব্রাজিলে এক বিশাল মোটরসাইকেল র‍্যালিতে মাস্ক ছাড়াই উপস্থিত হয়েছিলেন তিনি।

রোববার (১৩ জুন) এ খবর প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। তাকে ১০০ মার্কিন ডলার সমান জরিমানা করা হয়েছে।

আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ব্রাজিলে। সেই নির্বাচনের প্রচারের অংশ হিসেবে সাও পাওলো প্রদেশে ওই মোটরসাইকেল র‍্যালির আয়োজন করেন বলসোনারোর সমর্থকরা।

এর আগেও গত মাসে মারানহাও প্রদেশে মাস্ক না পরেই বিশাল জনসভা করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তখন মারানহাও প্রদেশের প্রশাসন তাকে জরিমানা করেছিল।

বিশ্বজুড়ে করোনা মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্তের হিসেবে তৃতীয় ও মৃত্যুর হিসেবে দ্বিতীয় শীর্ষ অবস্থানে আছে ব্রাজিল।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, জুন ১৩, ২০২১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।