ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে কমছে করোনা শনাক্ত, একদিনে মৃত্যু ৩৯২১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, জুন ১৪, ২০২১
ভারতে কমছে করোনা শনাক্ত, একদিনে মৃত্যু ৩৯২১

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৩৯২১ জন মারা গেছেন। আর এ সময় আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন।

সোমবার (১৪ জুন) ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭০ হাজার ৪২১ জন শনাক্ত হয়েছে। গত কয়েকদিন ধরে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাখের নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ হাজার ৯২১ জন। তবে দুই সপ্তাহ দেশটিতে ১৯ শতাংশ বাড়তে মৃত্যুর সংখ্যা। এসময় মোট মৃত্যুর সংখ্যার সঙ্গে আরও ১২ হাজার ৫৭৩ জন যোগ করা হয়েছে। এছাড়া দেশটিতে এখন পর‌্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯৫ লাখ ১০ হাজার ৪১০ জন। এখন পর‌্যন্ত মারা গেছেন ৩ লাখ ৭৪ হাজার ৩০৫ জন।

এর আগে ১১ মে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪২০০ জনের মৃত্যু হয়। ৭ এপ্রিল ৪১৯৪ জনের মৃত্যু হয়। সবমিলিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৪ হাজার ৩০৫ জনে।

এছাড়া ৬ মে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪ লাখ ১৪ হাজার ৪৩৩ জন শনাক্ত হয়। এটি এখন পর‌্যন্ত দেশটি সর্বোচ্চ শনাক্ত। ৫ মে ৪ লাখ ১২ হাজার ৬১৮ জন শনাক্ত হয়। সবমিলিয়ে দেশটিতে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৫ লাখ ১০ হাজার ৪১০ জনে।

ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরুর পর প্রায় প্রতিদিনই ২ হাজার জনেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, জুন ১৪, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।