ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১৬ বিলিয়ন ডলার ঋণ নিতে যাচ্ছে পাকিস্তান 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জুন ১৫, ২০২১
১৬ বিলিয়ন ডলার ঋণ নিতে যাচ্ছে পাকিস্তান 

উচ্চ বেকারত্ব, দারিদ্র্য এবং মুদ্রাস্ফীতির কারণে অর্থনৈতিক চাপের মুখে পাকিস্তান। এসব সমস্যার সমাধান ও বাজেট ঘাটতি কমাতে আগামী অর্থবছরে প্রায় ১৬ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে দেশটি।

 

দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ২০২১-২২ অর্থবছরে আনুমানিক ১৫.৭ বিলিয়ন ডলার ঋণ নেবে পাকিস্তান। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাথে চলমান আলোচনার আলোকে চূড়ান্ত পরিসংখ্যান কিছুটা পরিবর্তন হতে পারে।

দেশটির অর্থ মন্ত্রণালয় ২০২১-২২ অর্থবছরের জন্য দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ঋণদাতা, বাণিজ্যিক ব্যাংক, ইউরোবন্ড ইস্যু এবং আইএমএফ থেকে ১৫.৭ বিলিয়ন ডলারের মোট প্রাপ্তি অনুমান করেছে।

করোনাকালে পাকিস্তানে বেকারদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা ইঙ্গিত দেয় যে ৩.৯ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি সত্ত্বেও লক্ষ লক্ষ লোক এখনও কাজের বাইরে রয়েছে।

একটি সরকারি প্রতিবেদন অনুযায়ী, গত বছরের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে প্রতি চার জনের মধ্যে তিনজন জীবিকা হারিয়েছেন।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুন ১৫, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।