যুদ্ধবিমান এফ-৩৫ ও রাশিয়ান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ইস্যুতে নিজেদের অবস্থান পরিবর্তন করবে না তুরস্ক।
বৃহস্পতিবার (১৭ জুন) আজারবাইজানের রাজধানী বাকুতে সাংবাদিকদের তুর্কি প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোগান বলেন, আমি জো বাইডেনকে বলেছি যে এফ-৩৫ বা এস-৪০০ ইস্যুতে তুরস্ক ভিন্ন পদক্ষেপ নেবে, এমন আশা না করাই ভালো।
এ সময় আজারবাইজানের পশ্চিম অংশ এবং নাখচিভান স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্যে জাঙ্গেজুর করিডোর খোলার ক্ষেত্রে মস্কো যথেষ্ট সহায়তা করেছে উল্লেখ করে তিনি বলেন, শিগগিরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
বাংলাদেশ সময়: ০৭২৪ ঘণ্টা, জুন ১৮, ২০২১
এসআই