চীনের হেনান প্রদেশের এক মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন ১৬ জন।
শুক্রবার (২৫ জুন) স্থানীয় সময় রাত ৩টায় আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। খবর রয়টার্স, আল জাজিরার।
আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। ওই কোচিং সেন্টারের ইনচার্জকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সেখানে অবস্থান করা শিশুদের মধ্যে অধিকাংশের বয়স সাত বছরের মদ্যে। তারা দ্বিতীয় তলায় থাকতো। বেইজিংয়ের স্থানীয় একটি পত্রিকা এ মর্মে রিপোর্ট করলেও তা পরে সরিয়ে ফেলে বলে জানায় আল জাজিরা।
এই দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে এরই মধ্যে মাঠে নেমেছে হেনান প্রদেশের প্রশাসন। তবে তদন্তের স্বার্থে মার্শাল আর্ট কেন্দ্রটির নাম জানানো হয়নি।
চীনের সবচেয়ে বড় অগ্নিকাণ্ড ঘটে ২০০০ সালে। একটি নাইটক্লাবে আগুন লেগে ৩০৯ জন মারা যায়।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জুন ২৫, ২০২১
এএ