ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরের হ্রদ সংরক্ষণে ২০০ কোটি রুপি বরাদ্দ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, জুন ২৬, ২০২১
কাশ্মীরের হ্রদ সংরক্ষণে ২০০ কোটি রুপি বরাদ্দ

জম্মু ও কাশ্মীর সরকার উল্লার হ্রদ সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য ২০০ কোটি টাকা মঞ্জুর করেছে।

হ্রদের প্রাচীন গৌরব ফিরিয়ে আনতে সংরক্ষণ প্রকল্পের অধীনে কাজগুলি বড় আকারে গ্রহণ করা হয়েছে

উল্লার/মানসবাল ডেভেলপমেন্ট অথরিটি এবং উল্লার কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির উন্নয়নমূলক পরিস্থিতি এবং কার্যক্রম নিয়ে আলোচনার জন্য সোমবার জেলা প্রশাসক বান্দিপোরা ড. ওয়েইস আহমাদের ডাকা এক বৈঠকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে প্রধান নির্বাহী কর্মকর্তা ডব্লিউসিএমএ, সিইও ডব্লিউএমডিএ, ডিএসইও বান্দিপোরা, ডিএফও বান্দিপোরা, এডি ট্যুরিজম, সমন্বয়কারী ডব্লিউসিএমএ, যুগ্ম পরিচালক পরিকল্পনা ও নির্বাহী প্রকৌশলী আর ও বি বান্দিপোরা, সুম্বল ও ডাব্লুএমডিএ এবং জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে জেলার পর্যটন খাতের উন্নয়ন সম্পর্কিত প্রধান সচিব কর্তৃক জারি করা নির্দেশনার গৃহীত প্রতিবেদন নিয়ে আলোচনা করেন।  

জেলা প্রশাসক ড. ওয়েইস বলেন, যদি পর্যটন সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো হয়, তাহলে তা জেলার স্থানীয় জনগণের আর্থ-সামাজিক অবস্থাকে পুরোপুরি বদলে দেবে। হ্রদে বিশাল মাছের মজুদ থাকার পাশাপাশি ওয়াটার স্পোর্টসের বিশাল সম্ভাবনা রয়েছে।  

অনুষ্ঠানে কর্মকর্তারা জেলা প্রশাসককে কাজ শেষ করার জন্য তাদের গৃহীত ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন।  

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জুন ২৬, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।