ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জুলাই ২, ২০২১
ভারতে করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়ালো

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৮৫৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা চার লাখ ছাড়ালো।

সব মিলিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩১২ জনে।

শুক্রবার (২ জুলাই) ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৮৫৩ জনের মৃত্যু হওয়ায় এর সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রেই ১ লাখ ২৫ হাজার মানুষ মারা গেছে। তবে, বর্তমানে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা হ্রাস পেয়েছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৬ হাজার ৬১৭ জন। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪ লাখ ৫৮ হাজার ২৫১ জনে।

ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরুর পর অক্সিজেন ও সুরক্ষাসামগ্রীর ঘাটতি মোকাবিলায় হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে। দেশটির চিকিৎসা অবকাঠামোতে মহামারির ভয়াবহ চাপ দেখা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জুলাই ০২, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।