বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের যে দ্বন্দ্বপূর্ণ সম্পর্ক চলছে, সেই সুযোগে ফের সংগঠিত হচ্ছেন ন্যাটো নেতারা।
প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে পররাষ্ট্র নীতির শীর্ষ অগ্রাধিকার দেওয়ার চার বছর পর, ন্যাটো মিত্ররা বেইজিংকে নিরাপত্তা চ্যালেঞ্জ ঘোষণা করেছে এবং বলেছে যে চীনারা বিশ্ব শৃঙ্খলাকে দুর্বল করার জন্য কাজ করছে।
পেন্টাগনের চায়না টাস্ক ফোর্সের কাজের বাইরে এই আলোচনা বাড়তে থাকে। বাইডেন মার্চ মাসে চীন সম্পর্কিত নীতি এবং প্রক্রিয়াগুলি পরীক্ষা করতে বলেন। পেন্টাগনের শীর্ষ ভারত-প্রশান্ত মহাসাগরীয় নীতি কর্মকর্তা প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের কাছে সুপারিশ উপস্থাপন করেছেন।
একজন প্রতিরক্ষা কর্মকর্তা মন্তব্যের অনুরোধে সাড়া দিয়ে জোর দিয়ে বলেন যে চীনের টাস্ক ফোর্স থেকে উদ্ভূত কোন পরিকল্পনাই চূড়ান্ত করা হয়নি।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ০২, ২০২১
নিউজ ডেস্ক