ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চার মুসলিম পরিবারের জন্য মসজিদ নির্মাণ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জুলাই ২, ২০২১
চার মুসলিম পরিবারের জন্য মসজিদ নির্মাণ 

ভারতের পাঞ্জাব প্রদেশের মোগা জেলার ভুলার গ্রামে চারটি মুসলিম পরিবারের জন্য একটি মসজিদ নির্মাণ শুরু হয়েছে।  

সম্প্রতি ওই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে শত শত গ্রামবাসী জড়ো হয়েছিল।

প্রবল বৃষ্টির মধ্যে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।  

গ্রামের প্রধান পালা সিং সাংবাদিকদের বলেন, ভারী বৃষ্টির কারণে কর্মসূচি স্থগিত করতে হতে পারে বলে জানানো হলে মানুষ হতাশ হয়। কিন্তু গ্রামবাসী সিদ্ধান্ত নেন যে অনুষ্ঠানস্থলটি নিকটবর্তী শ্রী সৎসঙ্গ সাহিব গুরুদ্বারে স্থানান্তরিত করা হবে। গুরুর ঘর সব সম্প্রদায়ের জন্য সর্বদা উন্মুক্ত। সেখানেই অনুষ্ঠানটি হয।  

সিং এর মতে, গ্রামে সাতটি গুরুদ্বার এবং দুটি মন্দির আছে, তবে কোনও মসজিদ নেই। তিনি বলেন, ১৯৪৭ সালে দেশভাগের আগে একটি মসজিদ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এর কাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়। গ্রামে আমাদের চারটি মুসলিম পরিবার রয়েছে। আমরা চাই তাদের একটা উপাসনার স্থান থাকুক। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগে যেখানে মসজিদ ছিল সেখানেই নতুন মসজিদ হবে।  

অনেক গ্রামবাসী মসজিদের জন্য অর্থ দান করেছেন।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুলাই ০২, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।