ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছেন কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০২১
সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছেন কেজরিওয়াল

ভারতের রাজধানী মুখ্যমন্ত্রী সিওভিআইডি-১৯ দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছেন

ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য একটি সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছেন।

কেজরিওয়াল বলেছেন, এই প্রকল্পটি চালু করার কারণ অনেক শিশু তাদের বাবা-মা হারিয়েছে এবং অনেক পরিবার তাদের একমাত্র উপার্জনকারীকে হারিয়েছে।

তিনি বলেন, ভারত করোনা মহামারির দুটি ঢেউ দেখেছে। প্রথম ঢেউটি ছিল ২০২০ সালে এবং দ্বিতীয়টি ছিল এই বছরের এপ্রিলে। কিন্তু দিল্লিতে এটি ছিল চতুর্থ ঢেউ। এই চতুর্থ তরঙ্গ অত্যন্ত গুরুতর ছিল। খুব কম পরিবারই আছে যাদের কেউ আক্রান্ত হয়নি।  

এই প্রকল্পের আওতায় করোনায় পরিজন হারানো পরিবারগুলোকে ৫০ হাজার রুপি করে অনুদান দেওয়া হবে। মৃত ব্যক্তি পরিবারের একমাত্র উপার্জনকারী হলে প্রতি মাসে ২,৫০০ রুপি অতিরিক্ত পেনশন প্রদান করা হবে।

দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, স্থানীয় সরকারের প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির বাড়িতে যাবেন এবং নথিপত্রের কাজে তাদের সহায়তা করবেন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুলাই ১৫, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।