আফগানিস্তানে শিশুদের ওপর নৃশংসতার গুরুতর অভিযোগ তুলেছে ইউনিসেফ।
৯ আগস্ট সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, গত ৭২ ঘণ্টায় কান্দাহার প্রদেশে ২০ শিশু নিহত হয়েছে এবং ১৩০ জন শিশু আহত হয়েছে।
ইউনিসেফের আফগানিস্তানের প্রতিনিধি হার্ভে লুডোভিক ডি লিস বলেছেন, এই নৃশংসতা দিন দিন আরও বাড়ছে।
‘এগুলো সংখ্যা নয়। এই মৃত্যুর প্রতিটি এবং শারীরিক কষ্টের প্রতিটি ঘটনা একটি ব্যক্তিগত ট্র্যাজেডি। এই শিশুরা কন্যা ও পুত্র, ভাই বোন, চাচাতো ভাই এবং বন্ধুদের জন্য অনেক প্রিয়। ’
ইউনিসেফ আরও বলেছে, এই শিশুদের অধিকার সুরক্ষার বিষয়টি যুদ্ধরত পক্ষগুলো উপেক্ষা করছে। দুই পক্ষের যুদ্ধের মাশুল গুণছে শিশুরা। কেবল মাত্র শত্রুতার সমাপ্তিই আফগানিস্তানের শিশুদের রক্ষা করতে পারে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
নিউজ ডেস্ক