ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে শিশুদের ওপর নৃশংসতায় হতবাক ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
আফগানিস্তানে শিশুদের ওপর নৃশংসতায় হতবাক ইউনিসেফ

আফগানিস্তানে শিশুদের ওপর নৃশংসতার গুরুতর অভিযোগ তুলেছে ইউনিসেফ।

৯ আগস্ট সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, গত ৭২ ঘণ্টায় কান্দাহার প্রদেশে ২০ শিশু নিহত হয়েছে এবং ১৩০ জন শিশু আহত হয়েছে।

খোস্ত প্রদেশে ২ শিশু নিহত ও ৩ শিশু আহত হয়েছে। পাকটিয়া প্রদেশে ৫ শিশু নিহত ও ৩ শিশু আহত হয়েছে।

ইউনিসেফের আফগানিস্তানের প্রতিনিধি হার্ভে লুডোভিক ডি লিস বলেছেন, এই নৃশংসতা দিন দিন আরও বাড়ছে।  

‘এগুলো সংখ্যা নয়। এই মৃত্যুর প্রতিটি এবং শারীরিক কষ্টের প্রতিটি ঘটনা একটি ব্যক্তিগত ট্র্যাজেডি। এই শিশুরা কন্যা ও পুত্র, ভাই বোন, চাচাতো ভাই এবং বন্ধুদের জন্য অনেক প্রিয়। ’

ইউনিসেফ আরও বলেছে, এই শিশুদের অধিকার সুরক্ষার বিষয়টি যুদ্ধরত পক্ষগুলো উপেক্ষা করছে। দুই পক্ষের যুদ্ধের মাশুল গুণছে শিশুরা। কেবল মাত্র শত্রুতার সমাপ্তিই আফগানিস্তানের শিশুদের রক্ষা করতে পারে।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।