আগামী ১ সেপ্টেম্বর থেকে দিল্লীতে খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান।
শুক্রবার (২৭ আগস্ট) দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বিষয়টি নিশ্চিত করেন।
এনডিটিভি জানায়, প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু করা হবে। এরপর ধীরে ধীরে হাইস্কুল (ষষ্ঠ-অষ্টম শ্রেণি) ও প্রাইমারি স্কুল (প্রথম-পঞ্চম শ্রেণি) শিক্ষার্থীদের ক্লাস শুরু করা হবে।
উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেও শিক্ষার্থীদের উপস্থিতি এখনই বাধ্যতামূলক করা হচ্ছে না। এছাড়াও শিক্ষার্থীদের ক্লাসে অংশ নিতে অভিভাবকের অনুমতি লাগবে।
এর আগে, রাজ্য সরকারের এ সিদ্ধান্ত অনুমোদন দেয় দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। সরকারকে আগামী মাস থেকে ধাপে ধাপে স্কুল খোলার পরামর্শ দেন ওই বিভাগের একটি বিশেষজ্ঞ দল।
বাংলাদেশ সময় ২০৪০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
এসআরএস