ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে দিনে টিকা পাচ্ছে কোটি লোক! 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
ভারতে দিনে টিকা পাচ্ছে কোটি লোক! 

মহামারি করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বের সব দেশ গুরুত্ব দিচ্ছে দ্রুত সবার টিকা দিতে। আর এই দৌড়ে এখন বেশ এগিয়ে ক’দিন আগে করোনায় বিপর্যস্ত হওয়া ভারত।

সংক্রমণ ও মৃত্যু প্রতিরোধে দেশটিতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১ কোটির বেশি টিকা দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত দেশটিতে মোট ৬২ কোটির বেশি টিকা দেওয়া হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর মাত্র একদিনে ১ কোটি ৬৪ হাজার ৩২টি টিকা দেওয়ার রের্কড হয়েছে।  

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টিকাদান নিয়ে কর্মসূচিতে যুক্ত সবাইকে অভিনন্দন জানিয়েছেন । শুক্রবার রাতে এক টুইট বার্তায় মোদি লিখেছেন, ‘আজ (শুক্রবার) রেকর্ড সংখ্যক টিকাকরণ হয়েছে। ১ কোটিরও বেশি টিকা দেওয়া হয়েছে। যারা টিকা নিয়েছেন এবং এই টিকাদান কর্মসূচিকে সফল করেছেন, সকলকে অভিনন্দন জানাই। ’
ভারতে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে ২৩ কোটি ৭২ লক্ষ ১৫ হাজার ৩৫৩ জন টিকার প্রথম ডোজ নিয়েছেন। ২ কোটি ৪৫ লক্ষ ৬০ হাজার ৮০৭ জন পেয়েছেন দ্বিতীয় ডোজ।  

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।