ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গর্ভপাতবিরোধী নতুন আইনের নিন্দা বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
গর্ভপাতবিরোধী নতুন আইনের নিন্দা বাইডেনের

যুক্তরাষ্ট্রের টেক্সাসে গর্ভপাতবিরোধী নতুন আইনের নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এ আইনটি স্বাস্থ্যসেবা নিতে নারীদের উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করবে বলে যোগ করেন বাইডেন।

 

নারীদের সাংবিধানিক অধিকার রক্ষার অঙ্গীকার করেছেন বাইডেন।

দেশটির নতুন আইনে উল্লেখ করা হয়েছে, ৬ সপ্তাহের বেশি বয়সীদের ভ্রুণের গর্ভপাত করালে চিকিৎসকের নামে মামলা করতে পারবে যেকেউ।

এদিকে দেশটির সুপ্রিম কোর্ট টেক্সাসের নতুন আইনকে বাধা দিতে অস্বীকার করেছেন। চিকিৎসক ও নারী অধিকার গোষ্ঠীগুলো এই আইনের তীব্র সমালোচনাও করছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।