ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় প্রথমবার যমজ হাতির জন্ম!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
শ্রীলঙ্কায় প্রথমবার যমজ হাতির জন্ম!

প্রায় ৮০ বছর পর প্রথমবারের মতো একটি হাতি যমজ সন্তানের জন্ম দিয়েছে। এই বিরল ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজে।

 

বুধবার (১ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় ওই সংবাদমাধ্যম জানায়, ২৫ বছর বয়সী ওই হাতির নাম সুরাঙ্গি। পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজে ওই যমজ পুরুষ হাতির জন্ম দেয় সুরাঙ্গি। শিশু হাতির বাবা ১৭ বছর বয়সী পান্ডু ওই অরফানেজে বাস করে।  

ওই অরফানেজের প্রধান রেনুকা বন্দরনায়েকে বলেন, শিশু দুটি এবং তাদের মা ভালো আছে। শিশু হাতি দুটি তুলনামূলকভাবে ছোট কিন্তু তারা স্বাস্থ্যবান।

জানা যায়, ১৯৪১ সালে সর্বশেষ পালিত কোনো হাতি যমজ সন্তানের জন্ম দিয়েছিল দেশটিতে।

সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব অ্যানিমেলস অ্যাব্রড জানিয়েছে, হাতির যমজ সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা মাত্র ১ শতাংশ। আর বন্য আফ্রিকান হাতির মধ্যেই যমজ জন্ম দেওয়ার ঘটনা বেশি বলেও জানাচ্ছে তারা।

সংস্থাটি বলছে, একটি আফ্রিকান হাতি সারা জীবনে চার থেকে পাঁচটি সন্তানের জন্ম দিতে পারে। আবার কিছু কিছু হাতি ২২ মাস পর্যন্ত গর্ভবতী থাকতে পারে।

আহত হাতি এবং পরিত্যক্ত শিশু হাতিকে বাঁচানোর জন্য ১৯৭৫ সালে পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ প্রতিষ্ঠা করা হয়েছিল।  

ওই অরফানেজে এখন ৯০টির বেশি হাতি রয়েছে এবং সেই তালিকায় যোগ হলো এই যমজ হাতিশাবকও।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।