ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মণিপুরে সন্ত্রাসী হামলায় স্ত্রী-পুত্রসহ কর্নেল নিহত 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
মণিপুরে সন্ত্রাসী হামলায় স্ত্রী-পুত্রসহ কর্নেল নিহত 

ভারতে সন্ত্রাসীদের গুলিতে স্ত্রী-সন্তানসহ এক কর্নেল এবং চারজন জওয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।

 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৩ নভেম্বর) ভারতের মণিপুরের সিংঘাটে অতর্কিত এই হামলার ঘটনা ঘটে।  

মিয়ানমার সীমান্তে এই হামলায় কারা জড়িত, তা এখনও জানা যায়নি। জড়িতদের ধরতে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে।  

জানা গেছে, নিহত কর্নেল বিপ্লব ত্রিপাঠী আসাম রাইফেলসের ৪৬ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার ছিলেন। বেহিয়াং থানার সিংঘাটের কাছে সায়লসি এবং সেকেন গ্রামের মধ্যবর্তী জঙ্গলঘেরা এলাকায় তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। পরে জওয়ানরাও পাল্টা গুলি ছোড়ে। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে যায়।  
  
সন্ত্রাসীদের গুলিতে কয়েকজন জওয়ান আহত হন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরই মিয়ানমার সীমান্তবর্তী মণিপুরের ওই এলাকায় অভিযানে নেমেছে সেনা এবং আসাম রাইফেলস।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইটারে বলেন, ‘মণিপুরের চূড়াচন্দ্রপুরে আসাম রাইফেলসের কনভয়ের ওপর কাপুরুষোচিত হামলা অত্যন্ত বেদনাদায়ক এবং নিন্দনীয়। ৪৬ আসাম রাইফেলসের কমান্ডিং অফিসারসহ পাঁচজন বীর জওয়ান এবং কমান্ডিং অফিসারের পরিবারের দুই সদস্য নিহত হয়েছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে। ’

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।