সার্বিয়ায় পাকিস্তান দূতাবাসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্দেশে এক টুইটে বলা হয়েছে, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে দূতাবাসের কর্মীরা তিন মাস ধরে বেতন পান না।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৩ ডিসেম্বর) ওই টুইট দেওয়ার দুই ঘণ্টা পর পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, সার্বিয়াতে পাকিস্তান দূতাবাসের টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।
সার্বিয়া দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাক করে দেওয়া ওই পোস্ট পরে মুছে ফেলা হয়েছে বলেও বিবৃতিতে বলা হয়।
সার্বিয়া দূতাবাসের ভেরিফায়েড টুইটারে লেখা হয়, ‘মুদ্রাস্ফীতি পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে দিয়েছে। আপনি (@ইমরানখানপিটিআই) কতক্ষণ আশা করেন যে, আমরা (সরকারি কর্মকর্তা) নীরব থাকব এবং তিন মাসের বেতন ছাড়াই আপনার জন্য কাজ করব। ফি পরিশোধ না করায় আমাদের সন্তানদের স্কুল থেকে জোর করে বের করে দেওয়া হয়েছে। এটাই কি #নতুনপাকিস্তান?’
উল্লেখ্য, গত সপ্তাহে জানা যায় পাকিস্তানের মুদ্রাস্ফীতি ৯.২ শতাংশ থেকে বেড়ে ১১.৫ শতাংশ হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২১
জেএইচটি
The Twitter, Facebook and Instagram accounts of the Embassy of Pakistan in Serbia have been hacked.
— Spokesperson ?? MoFA (@ForeignOfficePk) December 3, 2021
Messages being posted on these accounts are not from the Embassy of Pakistan in Serbia.