স্ত্রী মমতাজ মহলের জন্য ভারতের আগ্রায় তৈরি সম্রাট শাহজাহানের তাজমহল নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। ভবনটি এখন ভালোবাসার প্রতীক।
তাজমহলের আদলে এবার ভারতের মধ্যপ্রদেশের বুরহানপুরে আরেক তাজমহল বানালেন আনন্দ প্রকাশ নামের এক ব্যবসায়ী। সেই বাড়ি স্ত্রীকে উপহার দিয়েছেন তিনি।
বাড়িটি তৈরি করতে সময় লেগেছে তিন বছর। তাজমহলের আদলে তৈরি এই বাড়ির গম্বুজ ২৯ ফুট। এতে তাজমহলের মতো টাওয়ার রয়েছে। এর মেঝে তৈরি হয়েছে রাজস্থানে মকরানে। আর বাড়ির আসবাবপত্র তৈরি করেছেন মুম্বাইয়ের শিল্পীরা। বাড়িটিতে একতলায় দুটি বেডরুম এবং দোতলায় আরও দুটি বেডরুম রয়েছে।
এছাড়া রয়েছে হলঘর, লাইব্রেরি ও মেডিটেশন রুম। বাড়িটির অন্দরমহল ও বাইরের আলোকসজ্জা এমনভাবে করা হয়েছে, যাতে আসল তাজমহলের মতো অন্ধকারেও জ্বলজ্বল করে।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২১
জেএইচটি
Anand Prakash Chouksey built a scaled down replica of the world-famous Taj Mahal for his wife as a sign of his love for her. Artisans and sculptors from across the country helped build the $260,000 replica pic.twitter.com/egHI3cVIoB
— Reuters (@Reuters) November 30, 2021