চীনকে হুঁশিয়ারি দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, তাইওয়ানে যদি বেইজিং কোনো রকমের সামরিক আগ্রাসন চালায়, তাহলে এর জন্য ভয়াবহ পরিণতি বরণ করতে হবে।
স্থানীয় সময় শুক্রবার (৩ ডিসেম্বর) রয়টার্স নেক্সট সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তাইওয়ানে চীনা নেতারা সামরিক আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে উল্লেখ করে তিনি বলেন, আমরা আশা করি চীনের নেতারা বিষয়টি খুবই সতর্কতার সঙ্গে ভাববেন, যাতে নতুন কোনো সঙ্কট তৈরি না হয়। আমি মনে করি সামরিক অভিযান চালালে বহু মানুষের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করবে এবং এটি কারও স্বার্থ রক্ষা হবে না।
চীন যদি তাইওয়ানে সামরিক অভিযান চালায়, তাহলে যুক্তরাষ্ট্র সেখানে সরাসরি সেনা পাঠাবে কি না—এমন প্রশ্নে সুনির্দিষ্ট কোনো জবাব দেননি ব্লিংকেন।
তিনি বলেন, আমরা বহু বছর ধরেই সুস্পষ্টভাবে বলেছি, তাইওয়ানের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং আমরা সব সময় এই প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করব।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
জেএইচটি