ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ওমিক্রনে মৃত্যুঝুঁকি কম!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৪, জানুয়ারি ১৫, ২০২২
ওমিক্রনে মৃত্যুঝুঁকি কম!

কিছুতেই মুক্তি মিলছে না মহামারি করোনা থেকে। সব ধরনকে পেছনে ফেলে বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে নতুন ধরন ওমিক্রন।

সংক্রমণ বাড়ালেও ওমিক্রনে মৃত্যুঝুঁকি অনেক কম।  

খালিজ টাইমস’এর একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  

শুক্রবার প্রকাশিত দক্ষিণ আফ্রিকার একটি সমীক্ষার ফলাফলে দেখা যায়,  আগের ভেরিয়েন্টগুলোর তুলনায় ওমিক্রনে অসুস্থতার তীব্রতা কম, সেই সঙ্গে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর বিষয়টিও আনুপাতিকভাবে কম।

জাতীয় সংক্রামক রোগ ইনস্টিটিউটের (এনআইসিডি) পশ্চিম কেপ অঞ্চলে পরিচালিত এই সমীক্ষাটি যদিও এখনো পুনর্মূল্যায়িত হয়নি। তবুও ১১ হাজার ৬০০ রোগীর ওপর এই সমীক্ষটি চালানো হয় এবং এদের মধ্যে ৫ হাজার ১০০ জন ওমিক্রন আক্রান্ত।  

দেখা গেছে আক্রান্ত ব্যক্তি যদি টিকা না-ও নিয়ে থাকেন তবুও তীব্র অসুস্থতার পরিমাণ কম এবং হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর সংখ্যাও কম।  

বিশেষজ্ঞরা বলছেন, ডেল্টার তুলনায় হাসপাতালে ভর্তি বা মৃত্যুর ঝুঁকি প্রায় ২৫ শতাংশ কম হতে পারে।

হঠাৎ করে বেড়ে যাওয়ায় করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে এরই মধ্যে বাংলাদেশ, ভারত, ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের অনেক দেশে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।