ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃত্যু ৫৫ লাখ ৫৩ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২১, জানুয়ারি ১৬, ২০২২
বিশ্বে করোনায় মৃত্যু ৫৫ লাখ ৫৩ হাজার ছাড়াল

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনায় আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৩২ কোটি ৬৪ লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার (১৬ জানুয়ারি) সকাল ৭টা পর্যন্ত বিশ্বে ৩২ কোটি ৬৪ লাখ ৯৪ হাজার ৫৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

একই সময়ে করোনায় মৃত্যুবরণ করেছেন ৫৫ লাখ ৫৩ হাজার ৫২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৬ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৮৭৮ জন।

ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৬ কোটি ৬৫ লাখ ৭০ হাজার ৩৮৫ জন। আর মৃত্যুবরণ করেছেন ৮ লাখ ৭২ হাজার ৯৩৭ জন।

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।