যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ঢুকেছিল একটি মুরগি। এটা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে মুরগিটি কীভাবে নিরাপত্তা বেষ্টনীর ভেতরে প্রবেশ করল, সেটা এখনো জানা যায়নি।
পেন্টাগনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের মতে, নিরাপত্তা বেষ্টনীর ভেতরে মুরগিটি ঢুকে পড়া অপরাধ ছাড়া আর কিছুই নয়। তাই দ্রুত মুরগিটি আটক করা হয়।
ওয়েস্টার্ন ভার্জিনিয়ার খামার মালিক জোন্সের কাছে থাকত ওই মুরগিটি। মুরগিটি ‘হেনি পেনি’ নামেই ডাকছেন পেন্টাগনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা।
পরে খবর দেওয়া হয় একটি প্রাণী সংস্থায়। ওই সংস্থার সদস্যরা ঘটনাস্থলে গেলে মুরগিটি তাদের হাতে তুলে দেওয়া হয়। পেন্টাগনের মতো নিরাপত্তার চাদরে মোড়া জায়গায় কীভাবে ঢুকে পড়ল মুরগিটি, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
জেএইচটি
Apparently, the answer to "why did the chicken cross the road" is to get to the Pentagon?! This chicken was caught sneaking around the security area at the Pentagon (we're not kidding) and our officers picked her up. Now we need a name for her - suggestions welcomed! pic.twitter.com/6RmMSjNKnU
— AWLArlington, VA (@AWLAArlington) January 31, 2022