ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি আরবের পতাকায় কালেমা না থাকার খবর ভিত্তিহীন

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
সৌদি আরবের পতাকায় কালেমা না থাকার খবর ভিত্তিহীন

সৌদি আরবের জাতীয় পতাকায় আর কালেমা তাইয়েবা থাকছে না বলে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা ভিত্তিহীন।

সৌদি আরবসহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের জাতীয় পতাকা ব্যবহারের নীতিমালায় পরিবর্তন আনার বিষয়ে আলোচনা হয়েছে।

চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

কিন্তু কয়েকটি গণমাধ্যমে এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়। তারা সৌদি আরবের জাতীয় পতাকা থেকে কালেমা সরানো হচ্ছে বলে সংবাদ প্রকাশ করে। তারা দাবি করে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’- এর অংশ হিসেবে জাতীয় পতাকা থেকে কালেমা সরানো হচ্ছে।

বাংলাদেশের কিছু গণমাধ্যম ওইসব পত্রিকার বরাত দিয়ে ভুল সংবাদটিই প্রকাশ করে। পরে অবশ্য সংবাদটি সরিয়ে নেয় কয়েকটি গণমাধ্যম।

ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার ‘এএফপি ফ্যাক্ট চেক’ সাংবাদটি ভিত্তিহীন বলে দাবি করে। তারা জানায়, বাংলাদেশি বেশ কয়েকটি সংবাদমাধ্যম এমন দাবি সহকারে খবর প্রকাশ করেছে যে, সৌদি আরব দেশটির পতাকা থেকে ইসলাম ধর্মীয় শপথবাক্য (কালেমা তাইয়েবা) বাদ দেয়ার পরিকল্পনা করছে। দাবিটি বিভ্রান্তিকর। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশি মিডিয়ার রিপোর্টে খবরটির সূত্র হিসেবে সৌদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম 'সৌদি প্রেস এজেন্সি'র (এসপিএ) বরাত দেয়া হয়েছে। কিন্তু এসপিএ তাদের ৩১ জানুয়ারি ২০২২ তারিখের রিপোর্টে শুধু জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ একটি আইনের খসড়া সংশোধনী অনুমোদন করেছে যেখানে জাতীয় পতাকা ব্যবহারের নীতিমালায় পরিবর্তনের কথা বলা হয়েছে, পতাকায় কোনো ধরনের বদলের কথা বলা হয়নি। সৌদির পতাকার ডিজাইন পরিবর্তনের বিষয়ে দেশটির সরকারের আনুষ্ঠানিক বক্তব্য সম্বলিত কোনো রিপোর্ট ১৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত এএফপি খুঁজে পায়নি।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।