ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ বন্দরনগরী খারসনের নিয়ন্ত্রণ নেওয়ার যে দাবি রাশিয়া করেছে, তা অস্বীকার করেছে ইউক্রেন। অন্যদিকে দক্ষিণের আরেকটি বন্দরনগরী মারিউপল রুশ সৈন্যরা ঘিরে ফেলে ব্যাপক গোলাবর্ষণ শুরু করেছে।
বার্তা সংস্থা রয়টার্সকে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচকে বলেছেন, খারসনের পতন হয়নি। আমরা এখনও প্রতিরোধ চালিয়ে যাচ্ছি।
তবে বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে খারসনের রাস্তায় রুশ সৈন্যরা টহল দিচ্ছেন।
মারিউপলে রুশ সেনাবাহিনীর ব্যাপক গোলাবর্ষণের কথা জানিয়ে শহরটির মেয়র বলেছেন, রাতভর রুশ গোলাবর্ষণে প্রচুর বেসামরিক লোকের মুত্যু হয়েছে। অবশ্য তিনি মৃতের কোনো সংখ্যা বলতে পারেননি।
অন্যদিকে রাজধানী কিয়েভ থেকে বিবিসির একজন সংবাদদাতা বলেছেন, শহরে সকাল থেকে ভীতিকর নিস্তব্ধতা বিরাজ করছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, রুশ সৈন্যরা শহরের দিকে এগুচ্ছে। শত্রু ক্রমেই কাছে চলে আসছে।
বাসিন্দাদের ঘরে থাকতে এবং প্রতিরোধের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, আমরা প্রস্তুতি নিচ্ছি কীভাবে কিয়েভকে রক্ষা করবো। আমি কিয়েভের মানুষদের বলছি তারা যেন সাহস না হারান।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
এমজেএফ