ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার খবরে এশিয়ার শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।
শুক্রবার (০৪ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার খবরে সবচেয়ে বেশি পতন হয়েছে টোকিও এবং হংকংয়ের শেয়ারবাজারে। এর মধ্যে জাপানের নিককেই শেয়ারবাজারে সূচক পড়ে গেছে ২.৫ শতাংশ এবং হংকং শেয়ারবাজারে সূচক পড়ে গেছে ২.৬ শতাংশ। এশিয়ার অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যও ব্যারেল প্রতি ১১২ ডলার ছাড়িয়েছে।
শুক্রবার ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করার কথা জানায় রাশিয়ার সামরিক বাহিনী। তবে রুশ সেনাদের বোমাবর্ষণের কারণে জাপোরিঝিয়া পরমাণু বিদুৎকেন্দ্রে আগুন লেগে যায়। এটি ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র।
ইউক্রেনের জরুরি বিভাগের কর্মকর্তা বলেন, শুরুতে তাদের সেখানে ঢুকতে দেওয়া হচ্ছিল না। পরে তারা সেখানে ঢুকতে পারে এবং আগুন নেভাতে সক্ষম হয়।
অবশ্য আগুন নেভানোর খবর পেয়ে এশিয়ার শেয়ারবাজারগুলোতে অনেক বিনিয়োগকারীর আবার আস্থা ফিরে পান।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০২২
এনএসআর