ঢাকা: ইউক্রেনে হামলা বন্ধ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান নয়, বরং যুদ্ধ চালাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।
রোববার (৬ মার্চ) ভ্যাটিকান সিটিতে সাপ্তাহিক ভাষণ দেন পোপ।
এসময় তিনি বলেন, ইউক্রেনে রক্ত ও কান্নার নদী বয়ে চলেছে। এটি কোনো সামরিক অভিযান নয়, এটি একটি যুদ্ধ, যা মানুষকে মৃত্যু, ধ্বংস ও দুর্দশার দিকে নিয়ে যাচ্ছে।
পোপ বলেন, আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানাতে হবে। সে কারণে বেসামরিক নাগরিকদের সংঘাত থেকে বাঁচাতে সীমান্ত জন্য খুলে দেওয়া উচিত।
বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
টি আর/এসআই