ঢাকা, শনিবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে পশ্চিমা অস্ত্র–বহরে হামলা চালাবে রাশিয়া!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
ইউক্রেনে পশ্চিমা অস্ত্র–বহরে হামলা চালাবে রাশিয়া! ছবি: এপি

ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান গড়িয়েছে তৃতীয় সপ্তাহে। চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিচ্ছে।

বিভিন্ন স্থানে এসব অস্ত্র ব্যবহার করেই রুশ সেনাদের অগ্রযাত্রা রুখে দিচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী।
 
এ পরিস্থিতিতে দেশটিতে পশ্চিমা অস্ত্র ও অস্ত্র সরবরাহের বহরকে লক্ষ্য করে হামলা হতে পারে বলে জানিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকোভ।

স্থানীয় সময় শনিবার (১২ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন দেশ থেকে ইউক্রেনে অস্ত্র পাঠানোর প্রক্রিয়াটি খুবই বিপদজনক। এটা আমরা যুক্তরাষ্ট্রকে জানিয়েছি। অস্ত্র সরবরাহের এসব বহর রুশ হামলার বৈধ লক্ষ্যবস্তু হতে পারে বলে  সতর্ক করেছেন তিনি।

সের্গেই রায়াবকোভ বলেন, পশ্চিমারা ইউক্রেনীয় সেনাদের কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ট্যাংক ধ্বংস করার ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। এসব ছোট ছোট অস্ত্রের স্থানান্তরের পরিণতি সম্পর্কে তাদের সতর্ক করা হয়েছে। তবে ওয়াশিংটন বিষয়টি খুব একটা আমলে নেয়নি বলে মনে হচ্ছে।

ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করছে না রাশিয়া।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির দাবি, ইউক্রেন দখল করার ইচ্ছা নেই ক্রেমলিনের। তবে ইউক্রেনকে নিরস্ত্রীকরণ করতে ও নাৎসিবাদের বিস্তার রুখতে হামলা চালানোর কথা জানিয়েছে রাশিয়া।

ইতোমধ্যে ইউক্রেনের কয়েকটি শহরের দখল নিয়েছে রুশ সেনারা।

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।