ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর থেকেই ইউক্রেনের পক্ষে সোচ্চার সমর্থন প্রকাশ করে আসছিলেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশ সংস্থা স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।
এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘ডুয়েল’ লড়াইয়ের চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।
সোমবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে করা এক পোস্টে এমন আহ্বান জানান ইলন মাস্ক। খবর বিবিসির।
পুতিনের নাম রুশ বর্ণমালা ব্যবহার করে টুইট পোস্টে ইলন মাস্ক বলেন, আমি ভ্লাদিমির পুতিনকে একক লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করছি।
ইউক্রেনীয় রাজনীতিবিদরা তার এমন প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কো, যিনি নিজেও একজন সাবেক বক্সার। তিনি ওই পোস্টে তিনটি শক্তিশালী হাতের ইমোজি দিয়ে উত্তর দিয়েছেন।
তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই পোস্টের এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
এমজেএফ
I hereby challenge
— Elon Musk (@elonmusk) March 14, 2022
Владимир Путин
to single combat
Stakes are Україна