ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মধ্যপ্রদেশে ভবনে আগুন, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, মে ৭, ২০২২
মধ্যপ্রদেশে ভবনে আগুন, নিহত ৭

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে একটি দোতলা ভবনে আগুন লেগে সাত জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ভবনটিতে আগুন লাগে।

এনডিটিভি জানিয়েছে, অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছে। তাদের মধ্যে দুজন নারীও রয়েছেন।

আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ জানিয়েছে, পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাত ৩টা ১০ মিনিটে ইন্দোরের স্বর্ণবাগ কলোনিতে অবস্থিত ওই ভবনের বেজমেন্টের প্রধান বৈদ্যুতিক সরবরাহ ব্যবস্থায় শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটে। ওই সময় ভবনের বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন।

অল্প সময়ের মধ্যেই পার্কিংয়ে থাকা গাড়িগুলোতেও আগুন লাগে। ভবনটিতে আগুন নেভানোর ব্যবস্থা না থাকায় ভবনের মালিক আনসার প্যাটেলকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিভরাজ সিং চৌহান এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। টুইটার পোস্টে তিনি বলেন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তিনি যেন বিদেহী আত্মাকে তাঁর চরণে জায়গা দেন। নিহতদের পরিবারের সদস্যদের এ গভীর শোক সহ্য করার শক্তি দেন। আহত ব্যক্তিরাও যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মে ০৭, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।