ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দনবাসে রুশ সেনাদের নদী পারের চেষ্টা ঠেকিয়েছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, মে ১৩, ২০২২
দনবাসে রুশ সেনাদের নদী পারের চেষ্টা ঠেকিয়েছে ইউক্রেন

স্লোভিয়ানস্ক এবং ক্রামতোর্স্কে ঢুকতে রুশ সেনারা ইজিয়াম এবং সেভেরোডোনেটস্কের আশেপাশের এলাকায় ‘ব্যাপক অভিযান’ শুরু করছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই খবর দিয়েছে আল-জাজিরা।

এক প্রেসব্রিফিংয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার এই অভিযানের প্রাথমিক উদ্দেশ্য হল ওই এলাকায় ইউক্রেনীয় বাহিনীকে আবদ্ধ করা, তাদের দেশের পশ্চিমে ইউনিটগুলির সমর্থন বা শক্তিবৃদ্ধি থেকে বিচ্ছিন্ন রাখা যায়। ,

যুক্তরাজ্য আরও জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনী দনবাসে রুশ সেনাদের নদী পার হওয়ার চেষ্টা সফলভাবে প্রতিরোধ করেছে। রুশ সেনারা বেশকিছু ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।

ব্রিফিংয়ে আর ও বলা হয়, পূর্ব ইউক্রেনে সফলতা অর্জনে রুশ সেনাদের জন্য এই নদী পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও অত্যন্ত জরুরি।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ১৩ মে, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।