ভারতের উত্তরপ্রদেশে সিদ্ধার্থ নগরে বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৭ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও তিনজন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে একটি জিপে করে বিয়েবাড়ি থেকে ফিরছিলেন ১১ যাত্রী। ২৮ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় সিদ্ধার্থ নগরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে জিপটি।
দ্রুত স্থানীয়রা গিয়ে উদ্ধারকাজ শুরু করে। কিন্তু স্থানীয়দের তৎপরতা সত্ত্বেও হতাহত এড়ানো যায়নি। দুর্ঘটনায় নিহত হন গাড়িতে থাকা আট যাত্রী। বাকি তিনজন আহত হন।
ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়। স্থানীয়দের ধারণা অতিরিক্ত গতি থাকার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
মর্মান্তিক এ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে নিহতদের পরিবার প্রতি দুই লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও আহতদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মে ২২, ২০২২
ইআর