কোয়াড সম্মেলনে যোগ দিতে জাপান পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর সেখানে গিয়েই চীনকে কড়া বার্তা দিলেন বাইডেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
সাংবাদিকদের বাইডেন বলেন, ‘আমরা এক চীন নীতির সাথে একমত হয়েছি, আমরা এতে স্বাক্ষর করেছি। তবে তাইওয়ানকে যে জোর করে দখল করা যেতে পারে, এই ধারণা ঠিক নয়। এটি সমগ্র অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে এবং ইউক্রেনে যা ঘটেছে, এখানেও তাই হবে। ’
ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে বলতে গিয়ে বাইডেন বলেন, ‘ইউক্রেনে বর্বরতার জন্য পুতিনকে মূল্য দিতে হবে। এই দিকে নজর রাখাটা গুরুত্বপূর্ণ। এর থেকে চীন তাহলে কী বার্তা পাচ্ছে... তারা তাইওয়ানকে জোর করে দখল করতে পারবে? আমার মনে হয় তাইওয়ান দখল করবে না চীন। তবে বাকি বিশ্ব কত কঠিন বার্তা দিতে পারে তার ওপর নির্ভর করছে এটা। ’
এদিকে বাইডেনের সতর্কতার পর চীনের পক্ষ থেকে থেকে বলা হয়েছে, তাইওয়ান ইস্যুতে তারা জাতীয় স্বার্থ রক্ষা করতে প্রস্তুত।
সোমবার(২৩ মে) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সাংবাদিকদের বলেন, ‘জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীনা জনগণের দৃঢ় সংকল্প, ইচ্ছাশক্তি এবং ক্ষমতাকে কারোরই অবমূল্যায়ন করা উচিত নয়। ’
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ২৩ মে, ২০২২
ইআর