বন্দুকধারীর নির্বিচার গুলিতে মানুষ হত্যার ঘটনা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় মাথাব্যথা। স্থানীয় সময় মঙ্গলবারও (২৪ মে) টেক্সাসে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছে।
হোয়াইট হাউস থেকে দেওয়া ভাষণে বাইডেন বলেন, ঈশ্বরের নামে বলছি, আমরা গান লবিদের বিরুদ্ধে দাঁড়াতে যাচ্ছি। এই দেশের প্রতিটি নির্বাচিত কর্মকর্তাকে আমাদের এটা পরিষ্কার করে দিতে হবে যে এখনই এর বিরুদ্ধে কাজ করার সময়।
ভাষণে নিজের সন্তান হারানোর কথাও উল্লেখ করেন বাইডেন।
প্রসঙ্গত, ১৯৭২ সালে একটি গাড়ি দুর্ঘটনায় বাইডেনের প্রথম স্ত্রী এবং মেয়ে নিহত হন। ২০১৫ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মার্কিন প্রেসিডেন্টের এক ছেলেও মারা যান।
বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, মে ২৫, ২০২২
ইআর