স্ত্রীর পিঠে ব্যাথা। আর তাই ভিক্ষার কাজে যেতে কষ্ট হতো তার।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইর প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় ভিক্ষা করেন সান্তোষ কুমার সাহু। সম্প্রতি তিনি তার স্ত্রীর কষ্ট কমানোর জন্য মোটরসাইকেলটি কিনে দিয়েছেন।
সাহু জানান, তাদের আগে তিন চাকার একটি সাইকেল ছিল। সেটি তার স্ত্রীকে ঠেলতে হতো । এতে তার পিঠে ব্যাথা হতো। কিন্তু এখন মোটরসাইকেল থাকায় অনায়াসে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছেন।
সাহু বলেন, আমরা এখন সিওনি, ভোপাল ও ইন্দোরে যেতে পারি।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সাহু চার বছর ধরে মোটরসাইকেল কেনার জন্য টাকা জমিয়েছেন। কেনার সময় পুরো টাকাই তিনি নগদ দিয়েছেন।
এএনআই জানায়, আগে তিন চাকার একটি সাইকেল দিয়ে স্ত্রীসহ ভিক্ষা করতেন সাহু। রাতে যেকোনো মন্দির, মসজিদ অথবা বাস স্টেশনে ঘুমাতেন তারা।
স্ত্রীর জন্য সাহুর এমন ভালোবাসার প্রশংসা করেছেন অনেকে।
একজন টুইটার ব্যবহারকারী লেখেন, বাহ! স্বপ্ন দেখা বন্ধ করবেন না। এটির জন্য কাজ করতে থাকুন।
আরেকজন লেখেন, এটিই সত্য ভালোবাসার সংজ্ঞা ।
সূত্র:এনডিটিভি
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, মে ২৫, ২০২২
ইআর
#WATCH A beggar, Santosh Kumar Sahu buys a moped motorcycle worth Rs 90,000 for his wife Munni in Chhindwara, MP
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) May 24, 2022
Earlier, we had a tricycle. After my wife complained of backache, I got this vehicle for Rs 90,000. We can now go to Seoni, Itarsi, Bhopal, Indore, he says. pic.twitter.com/a72vKheSAB