ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেন সঙ্কট মোকাবিলায় হাঙ্গেরিতে ‘যুদ্ধকালীন’ জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, মে ২৫, ২০২২
ইউক্রেন সঙ্কট মোকাবিলায় হাঙ্গেরিতে ‘যুদ্ধকালীন’ জরুরি অবস্থা জারি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান

রুশ-ইউক্রেন সংঘর্ষের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় বুধবার (২৫ মে) থেকে হাঙ্গেরিতে যুদ্ধকালীন জরুরি অবস্থা জারি করেছে সরকার। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার (২৪ মে) হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও-বিবৃতিতে এই বিশেষ জরুরি অবস্থা জারির কথা বলেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এতে তিনি বলেন, প্রতিবেশী ইউক্রেনে রুশ অভিযানের ফলে সৃষ্ট চ্যালেঞ্জের আরও দ্রুত প্রতিক্রিয়া জানাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভিক্টর অরবান, গত ৩ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে জিতে টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি এর আগেও  ইউরোপের অভিবাসন সংকটের কারণে এবং পরে কোভিড-১৯ মহামারি চলাকালীন এই বিশেষ আইনি আদেশটি ব্যবহার করেছেন।

ওই ভিডিও বার্তায় তিনি বলেন, ‘বিশ্ব একটি অর্থনৈতিক সংকটের দ্বারপ্রান্তে রয়েছে, হাঙ্গেরিকে অবশ্যই ইউক্রেন যুদ্ধ থেকে দূরে থাকতে হবে এবং পরিবারের আর্থিক নিরাপত্তা রক্ষা করতে হবে। ’

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ২৫ মে, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ