ঢাকা, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সেনেগালে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১১ নবজাতকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, মে ২৬, ২০২২
সেনেগালে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১১ নবজাতকের মৃত্যু সেনাগালে হাসপাতালে অগ্নিকাণ্ড

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে একটি সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ নবজাতকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৫ মে) দিনগত মধ্যরাতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।  

দেশটির প্রেসিডেন্ট মেকি সাল এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি একটি হাসপাতালের নবজাতক বিভাগে অগ্নিকাণ্ডে ১১টি নবজাতকের মৃত্যুর সংবাদ আমি জানতে পেরেছি, যা আমাকে বেদনা দিয়েছে ও হতাশ করেছে। নিহত নবজাতকদের মা এবং তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে সেনেগালের স্বাস্থ্যমন্ত্রী আবদৌলায়ে ডিউফ সর স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, একটি শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

 ঘটনাস্থলে এখনো ফায়ারসার্ভিস ও উদ্ধারকর্মীরা রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, মে ২৬, ২০২২
 ইআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।