ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শান্তি আলোচনা প্রক্রিয়ায় নাশকতা করছে ইউক্রেন: পুতিন 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, মে ২৮, ২০২২
শান্তি আলোচনা প্রক্রিয়ায় নাশকতা করছে ইউক্রেন: পুতিন  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

শান্তি আলোচনা প্রক্রিয়ায় ইউক্রেন নাশকতা করছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শুক্রবার(২৭ মে)  ক্রেমলিনের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

 

ক্রেমলিনের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, অস্ট্রিয়ান চ্যান্সেলর কার্ল নেহামারের সঙ্গে ফোনালাপের সময় পুতিন এমন অভিযোগ করেন। ওই সময় পুতিন নেহামারকে আজভ ও কৃষ্ণ সাগরে জাহাজের নিরাপদ পথ নিশ্চিত করতে রাশিয়া যে পদক্ষেপ নিচ্ছে সে সম্পর্কেও অবহিত করেছেন।
 
গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া।   হামলা শুরুর পর কয়েক সপ্তাহের মধ্যেই পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের বহু শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। এরইমধ্যে ইউক্রেনের একাধিক অঞ্চল দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া।  

সূত্র:এনডিটিভি

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, ২৮ মে, ২০২২
ইআর 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।